Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহিউদ্দিন চৌধুরীর জনপ্রিয়তার পেছনে ছিল চট্টগ্রাম প্রীতি

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : এক শোকসভায় বক্তাগণ বলেছেন, বন্দরনগরীকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও সমৃদ্ধ নগরী হিসাবে বিশ্বমানের মেগাসিটিতে রূপ দেয়াই ছিল চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর আজীবন লালিত স্বপ্ন। তিনি তার চিন্তা-চেতনা, চেষ্টা-শ্রম সবকিছু দিয়েই চট্টগ্রামকে ভালবাসতেন। তার গগনচুম্বী জনপ্রিয়তার পেছনে ছিল নিখাদ চট্টগ্রাম প্রীতি। এ শুন্যতা পূরণ হবার নয়। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি এ সভার আয়োজন করে। সংগ্রাম কমিটির চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আযমের সভাপতিত্বে ও মহাসচিব এইচএম মুজিবুল হক শুক্কুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালের ডীন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি ও দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএম’র সাবেক সেক্রেটারি প্রফেসর ডাঃ নাসির উদ্দিন মাহমুদ, আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ