Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্ব ইবাদতের মতোই -এসপি মঈনুল হক

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দায়িত্ব হলো ইবাদতের মতই। দায়িত্বে থেকে অবহেলা করার কোন সুযোগ নেই। পদ বড় হউক আর ছোট। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিপিএম পদক পাওয়ার পর নারায়নগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক এসব কথা বলেন। এর আগে তিনি কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম পদক পেয়েছেন। নারায়নগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে দীর্ঘদিন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কর্মরত ছিলেন। প্রায় সাড়ে ৩ বছরের ময়মনসিংহ অধ্যায় সফলভাবে শেষের পর প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি’র দায়িত্ব গ্রহন করেন। রূপগঞ্জে বড় অস্ত্র ভান্ডারেরও সন্ধান বের করেন তিনি। পুলিশের ২০ তম ব্যাচের কর্মকর্তা মঈনুল হক ২০০১ সালের ৩১ মে পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৭০ সালের ২৯ ডিসেম্বর পটুয়াখালিতে জন্ম নেয়া চৌকষ এ পুলিশ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, এমএসসি সম্পন্ন করেন। এসপি মঈনুল হক দৈনিক ইনকিলাবকে বলেন, আমাদের প্রতিটি মুহুর্ত কাটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। প্রতি মুহুর্ত আমাদের পরিবার পরিজন ও সহকর্মীদের অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়। পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় থাকেন। এ কারণে পরিবারের সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞ। জঙ্গী দমনের মতো মদক নিয়ন্ত্রনেও কাজ করতে চান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মাদক নির্মূলে কোন ছাড় দেয়া যাবে না। আমি আমার অবস্থান থেকে সব ধরনের চেষ্টা করবো বলে তিনি উল্লেখ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ