Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিভূক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশ^বিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে গতকাল বৃস্পতিবার রাজু ভাষ্কর্যের পাদদেশে সর্বশেষ অধিভূক্ত হওয়া সরকারী সাত কলেজের অধিভূক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এসময় ‘ঢাবি চাই বোঝা মুক্ত, অধিভূক্ত বাতিল কর’ শ্লোগান তোলা হয় তাদের বিক্ষোভ থেকে। তারা সেসময় রাজু ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন সহ মিছিল সহকারে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় তাদের সাথে কথা বলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধিভূক্ত হওয়া এই সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে নিজেদের ঢাবি শিক্ষার্থী বলে পরিচয় দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন স্থান থেকে অনৈতিক সুবিধা আদায় করছে বিশ^বিদ্যালয়ের পরিচয় ব্যবহার করে, ফলে বিশ^বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা যেমন হয়রানীর শিকার হচ্ছে তেমনই তারা নিজেদের মূল পরিচয় নিয়েও সংকটে ভুগছে। উল্লেখ্য ঢাবি অধিভূক্ত হওয়া এই সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ, শহীদ সোহরোওয়ার্দী সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ