রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সেনাবাহিনীতে নতুন সদস্য হওয়া ভাইদের এগিয়ে দিতে এসে পরিবহন ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হলেন করটিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শাহিন। নিহত শাহিনের বাড়ি টাঙ্গাইলের ভ‚য়াপুরে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের চর চেঙ্গাকান্দি এলাকার এইচ কে জে ষ্টীল মিল লিমিটেডের সামনে। ঘটনাস্থল পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান। সোনারগাঁ থানার ওসি তদন্ত ওবায়দুল হক জানান, টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার দীঘিকাতুলী গ্রামের সোনা মিয়ার ছেলে শাহিন সেনাবাহিনীতে নতুন নিয়োগ পাওয়া তার সহোদর ভাই ও চাচাত ভাইদের সেনাবাহিনীর রাঙ্গামাটিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য মাইক্রোবাস যোগে এগিয়ে দিতে আসে। পথিমধ্যে তাদের বহনকারী গাড়িটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চর চেঙ্গাকান্দি নামক এলাকায় আসলে ১২-১৫ জনের একটি সশস্ত্র পরিবহন ডাকাতদল গাড়িটির গতিরোধ করে। এ সময় গাড়ির সামনে বসে থাকা করটিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শাহিনকে ডাকাতরা আচমকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনার সময় গাড়ির ভেতরে বসে থাকা অন্যান্য ভাইয়েরা চিৎকার করে বেরিয়ে আসলে ডাকাতরা দৌঁড়ে পালিয়ে যায়। রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় শাহিনকে দ্রæত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।