Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিভাবান সঙ্গীতশিল্পী লাবু মাফরু

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: দীর্ঘ এক দশকের অক্লান্ত পরিশ্রমে সংগীতাঙ্গনে নিজের প্রতিভা ছড়িয়েছেন সঙ্গীতশিল্পী লাবু মাফরু। প্রতিভাবান এই শিল্পী মানিকগঞ্জে এক সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই সংগীত মুখরিত পরিবেশে তার পথ চলা। মাফরু বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সংগীত শিল্পী। নিয়মিত সংগীত পরিবেশন করছেন এ দুটি ভুবনে। দেশের বেসরকারী টেলিভিশন চ্যানেলেও গানের জনপ্রিয় অনুষ্ঠান লাইভ শো’তে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত তারা চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের কথা’ অ্যালবামটি ব্যাপক সাড়া জাগিয়েছে। কাজ চলছে নতুন আরও দুটি একক অ্যালবামের। এছাড়াও প্রকাশিত হয়েছে বেশ কিছু মিউজিক ভিডিও। যার মধ্যে উজান ভাটি, একটা হƒদয়, আমাকে তুমি ও আষাঢ় গেল দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। মিউজিক ভিডিওগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এল মাফরু মিউজিক স্টেশনে’ রয়েছে। গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন মাফরু। প্রকাশিত হয়েছে একাধিক কবিতার বই। এর মধ্যে গত বছর বই মেলায় প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘তোমায় দেখি দিব্য জ্ঞানে’। শুধু কবিতার বইই নয়, তার লেখা বেশ কয়েকটি উপন্যাসও প্রকাশিত হয়েছে। আগামী বই মেলায়ও তার দুটি কবিতার বই, দুটি ছোট গল্প ও একটি উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে। মাফরু একজন ভাল লেখক হিসেবেও নিজের পরিচিতি তুলে ধরতে চান পাঠক মহলে। তবে সংগীতই তারর বড় সাধনা। গুণী শিল্পীর পরিচয়ে সংগীতঙ্গিনে বিচরণ করতে চান এই প্রভিাবান শিল্পী। মাফরু ইংরেজিতে অনার্স করছেন বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ