প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অ্যাডাম রবিটেল পরিচালিত হরর চলচ্চিত্র ‘ইনসিডিয়াস : দ্য লাস্ট কি’। ‘টেকিং অফ ডেবোরা লোগ্যান’ (২০১৪) রবিটেল পরিচালিত আরেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এছাড়া তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। প্যারানরমাল বিশেষজ্ঞ ও প্যারাসাইকোলজিস্ট এলিস রেইনিয়ারকে (লিন শে) তার জীবনের অতীতকে মোকাবেলা করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবসব জীবন কাটাচ্ছিল এলিস। এমনই একদিন একজন ভয়ার্ত মানুষ তার সঙ্গে যোগাযোগ করে জানায় তার বাড়িতে অশুভ আত্মার আছর আছে। সে তার দুই সহকারী স্পেকস (লি ওয়ানেল) আর টাকারকে (আ্যাঙ্গাস স্যাম্পসন) সঙ্গে নিয়ে ফিরে যায় নিউ মেক্সিকোর ৪১৩ অ্যাপল ট্রি লেনে। এই বাড়িটিতেই এলিস বড় হয়েছে। ভয়ানক এক অতীতকে এখানে রেখে যায় সে। ভাবতেই পারেনি এই আতঙ্কের মুখোমুখি হতে হবে তাকে আবার। এই অশরীরী দানবকে সেই অনেক আগে মুক্ত করে দিয়েছিল, সুতরাং তাকেই একে আবার দূর করতে হবে।
হলিউড শীর্ষ পাঁচ
১ জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল
২ স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই
৩ ইনসিডিয়াস : দ্য লাস্ট কি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।