Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে জিসাসের কর্মসূচী

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

বিনোদন ডেস্ক: জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস জাতীয় নির্বাহী কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে কর্মসূচী ঘোষণা করেছেন জিসাস জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আবুল হাশেম রানা। কর্মসূচির মধ্যে রয়েছে ১২ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ার উপর গান, দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, সাধারণ নৃত্য, চিত্রাংকন প্রতিযোগিতা-আমার দৃষ্টিতে বাংলাদেশ/শহীদ জিয়ার ছবি। অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে বিকাল তিনটায়। প্রধান অতিথী হিসেবে থাকবেন জিসাস প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মওদুদ আহমদ। ১৩ জানুয়ারি আধুনিক গান, পল্লীগীতি, বাউল গান, অভিনয়, আবৃত্তি, লোকনৃত্য। প্রধান অতিথী হিসেবে থাকবেন জিসাস উপদেষ্টা ড.আব্দুল মঈন খান। ১৯ জানুয়ারী সকল ৯টায় শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন ও জিয়ারত। মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। জিসাস নতুন তারা সাংস্কৃতিক পদক ২০১৮ বিতরণ করা হবে। জিসাসের দেশ-বিদেশের সকল শাখা সমূহকে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালনের আহবান করেছেন জিসাস চেয়ারম্যান আবুল হাশেম রানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ