প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথমবারের চ্যাম্পিয়ন শানারেই দেবী শানু কখনো চলচ্চিত্রে অভিনয় করেননি। অনেক অফার পেলেও সিনেমায় অভিনয় করা হয়ে উঠেনি। হূমায়ুন আহমেদ পরিচালিত নয় নম্বর বিপদ সংকেত সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত করা হয়নি। শানু নাটকেই তার ক্যারিয়ার গড়েন। তবে প্রথমবারের মত একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। আবু আকতার উল ইমানের পরিচালনায় সিনেমাটির নাম মিস্টার বাংলাদেশ। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। শানু বলেন, এর আগে অনেক অফার পেলেও এটি হতে যাচ্ছে আমার প্রথম সিনেমা। এতে আমি একজন গৃহবধূর চরিত্রে করছি। অভিনয় সমৃদ্ধ ভাল চরিত্র পেলে আরও সিনেমায় অভিনয় করতে পারি। পরিচালক ইমান বলেন, আমরা গত বছরের শেষের দিকে শূটিং শুরু করেছিলাম। ইতোমধ্যে ৬০ শতাংশ শূটিং শেষ হয়েছে। এতে আরো অভিনয় করছেন খিজির হায়াত খান, টাইগার রবি ও শাহরিয়ার সজিব। কেএইচকে প্রোডাকশনে ব্যানারে নির্মিত সিনেমাটি এ বছরের মধ্যভাগে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।