Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোনামহীনের নতুন গান ও ভিডিও

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ভাঙনের পর নতুন করে পথ চলতে শুরু করেছে ব্যান্ড দল শিরোনামহীন। তুহিনের পরিবর্তে নতুন কণ্ঠ হিসেবে দলে যোগ দিয়েছেন চট্টগ্রামের ছেলে ইশতিয়াক। তার কণ্ঠে দ্বিতীয় গান নিয়ে হাজির হয়েছে দলটি। স¤প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে প্রাণ পটেটো নিবেদিত দলটির নতুন গান বোহেমিয়ানের মিউজিক ভিডিও। প্রতিমাসে একটি করে নতুন গান প্রকাশ করছে ব্যান্ডদলটি। গত ৭ ডিসেম্বর প্রকাশিত হয় তাদের জাদুকর শিরোনামে একটি গান। সেই ধারাবাহিকতায় দলটি এবার মুক্তি দিল তাদের নতুন গান বোহেমিয়ান। মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে গত সোমবার। গানের কথা লিখেছেন জিয়াউর রহমান ও সুর করেছেন কাজী শাফিন আহমেদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশরাফ শিশির। এতে মডেল হয়েছের দলের সদস্যরা। শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া বলেন, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলেই নতুন গানগুলো মিউজিক ভিডিও আকারে রিলিজ দিচ্ছি। সামনে নতুন অ্যালবাম নিয়ে আসার পরিকল্পনা করেছি। সেই লক্ষে প্রতিমাসে একটি করে গান রিলিজ দিতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ