Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুরে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লক্ষীপুরে সংবাদদাতা : ‘লেটস সিনেমা’ এ স্লোগান নিয়ে লক্ষীপুরে এ প্রথমবারের মতো ৩ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’ ও সামাজিক সংগঠন ‘শূন্য’ এর আয়োজনে গতকাল বুধবার সকালে স্থানীয় টাউন হল মিলনায়তনে ভিডিও কনফারেন্সে মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান অভিনেতা ও আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। এসময় স্থানীয় অতিথিরা উৎসবের লগো উম্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, নারী নেত্রী ফরিদা ইয়াসমীন লিকা, অ্যাডভোকেট সেলিনা আক্তার, আদর্শ সামাদ সরকারি উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিক, জেলা আওয়ামীলীগ নেতা আবদুল মতলব, উৎসব পরিচালক জিসান মাহাদি প্রমুখ। এ উৎসবে সর্বমোট ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বের বিভিনড়ব প্রান্তের নির্মাতাদের সঙ্গে তিন দিনব্যাপী বাংলাদেশি তরুণ নির্মাতারাও অংশ নেবেন। জুরিবোর্ড সদস্যদের মাধ্যমে ছয়টি বিভাগের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলো পুরস্কার পাবে। আগামী ১২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে এ উৎসব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ