Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় ছাত্রদলের দু’গ্রæপের সংঘর্ষ

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়ায় ছাত্রদলের দু’গ্রæপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এখনো উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল মতিন ও সাধারন সম্পাদক পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এড. মজিবুর রহমান মন্টুর ছেলে নিশানের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি হয়। এসময় নিশান, মতিন ও ফয়সাল আহমেদ সম্রাট নামে তিনজন আহত হয়। আহতদের মধ্যে ২জনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ