Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যায়বিচারহীন রাষ্ট্রে বিভিন্ন দিক হতে বিপদ আসে -ইসলামী ঐক্যজোট

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মহান আল্লাহ বলেন, “স্থলে ও জলে গজব আসে মানুষের অর্জিত পাপের ফলে”। রাষ্ট্রীয়ভাবে ব্যপক অবিচার, জুলুম, অত্যাচার বৃদ্ধি রাষ্ট্রীর বিপদ ডেকে আনে। মহান আল্লাহ বলেন, “যদি দেশবাসী ঈমান আনত ও নেক আমল করত তবে আমি আসমান ও জমিনের বরকত তথা প্রাচুর্যসমূহের দরজা খুলে দিতাম”। বাংলাদেশে আগত রোহিঙ্গা সমস্যা তেমনি এক গজব। আসাম থেকেও বিপদ আগমনের সম্ভাবনা রয়েছে। ইস্লামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি হযরত মাওলানা আব্দুর রকিব এ্যাডভোকেট গতকাল এক বিবৃতিতে একথা বলেছেন। তিনি ক্রমবর্ধমান সমস্যা থেকে পরিত্রাণের জন্য এবং বার্মা, আসাম, কাশ্মীর, ফিলিস্তিনসহ বিশ্বের সকল নির্যাতিত মজলুম মুসলমানদের জন্য প্রতি শুক্রবার প্রতিটি মসজিদে বিশেষ মুনাজাত করার জন্য সকল সম্মানিত খতীব, ইমাম ও ধর্মপ্রান মুসলমানদের প্রতি এ আহŸান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ