Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় কলেজছাত্র বায়েজীদ হত্যায় দু’জন আটক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজেরে দ্বাদশ শ্রেনীর ছাত্র বায়জিদ হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে সোহাগ (২০) , রুবেল ফরাজী (১৯) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আটটায় উপজেলার বাববলাতলা বাজার থেকে তাদের আটক করা হয়। এদিকে ওই কলেজের শিক্ষার্থীরা বায়েজীদ হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল বুধবার সকালে বাবলাতলা বাজারে প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী জাহিদুল ইসলাম, রাইসুল ইসলাম, রিয়াদ মৃধা, সুরাইয়া আক্তার, সৈকত, হৃদয় প্রমুখ। তাদের দাবী হত্যাকারীদের দ্রæত গ্রেফতার এবং হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে আটককৃতদের দ্রæত বিচার করা হোক। উল্লেখ, ২২ ডিসেম্বর বাড়ী থেকে মাত্র ৫কি.মি দুরে গঙ্গামতি ঝাউবনে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করে কলেজ ছাত্র বায়েজীদকে। পরদিন ঝাউবাগানের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে তার লাশ উদ্বার করে মহিপুর থানা পুলিশ। পটুয়াখালীতে ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়। প্রায় সপ্তাহ খানেক ধরে নিখোঁজ বায়েজিদের সন্ধানে বোন জামাই তাওহীদ মহিপুর থানায় ডায়েরী করতে যায়। সেখানে জনৈক পুলিশ সদস্যের মোবইলে ধারন করা ছবি দেখে বায়েজীদকে সনাক্ত করে।
বায়েজীদের বেয়াই (বোন জামাই তাওহীদের ছোট ভাই) বাখতার জানায়, রুমী নামের এক স্কুল ছাত্রীর সাথে প্রেম নিয়ে বায়েজীদকে বিভিন্ন সময় হুমকি দেয়া হত। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে সন্দেহ ভাজন হিসাবে দু’জনকে আটক করা হয়েছে। খুনের মুল রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ