Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ১০ স্পটে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা দশ স্পটে আনন্দ শোভাযাত্রা বের করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, রূপগঞ্জ, কায়েতপাড়া, কাঞ্চন, ভোলাব, দাউদপুর ও তারাব এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, মহিলালীগের সভানেত্রী মিসেস হাসিনা গাজী, আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, জাহেদ আলী, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, শাহরিয়ার পান্না সোহেল (ভিপি), শিলা রানী পাল, নাঈম ভুইয়া, রফিকুল ইসলাম রফিক, নাঈম ভুইয়া প্রমুখ। শোভাযাত্রা শেষে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী ২০২১ সালের মধ্যে এ দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা সকলে কাজ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ