Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরাসরি সেবা প্রদানের মাধ্যম চিকিৎসা পেশা

আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ওষুধ প্রশাসনের ডিজি

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ওষুধ প্রশাসনের মহা পরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, চিকিৎসা পেশা এমন এক মহৎ পেশা যার মাধ্যমে সাধারণ মানুষদের সরাসরি সেবা প্রদান করা হয়। আমি মনে করি মেডিকেল আদ্-দ্বীন কলেজ দেশের সেরা মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম। যারা এখানে ভর্তি হয়েছে আশা করি ভবিষ্যতে ভালো চিকিৎসক হয়ে বের হবে।
গতকাল আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীণ বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডা. আফিকুর রহমান, পরিচালক ডা. তরিকুল ইসলাম, মেডিকেল এডুকেশন রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক ডা. আনোয়ার হোসাইন মুন্সি। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিশু বিভাগের প্রধান ডা. হামিদুর রহমান, মেডিসিন বিভাগের প্রধান ডা. এম এন নাগ, ফার্মাকোলজি বিভাগের প্রধান সৈয়দ আশরাফুজ্জামান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডেইলী সান পত্রিকা নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, কাশ্মীর থেকে আসা সৈয়দ বিলাল আহমদে কিরমানি, জনতা ব্যাংকের মহা ব্যবস্থাপক খন্দকার আতাউর রহমান।
এছাড়াও প্রথম বর্ষের শিক্ষার্থীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাদের অনুভুতি ব্যক্ত করে। কলেজের নিয়ম কানুন তুলে ধরেন হাসপাতালের পরিচালক ডা: নাহিদ ইয়াসমিন।
ওষুধ প্রশাসনের মহা পরিচালক আরো বলেন, আমরা সাধারণ মানুষদের মান সম্মত ওষুধ দেয়ার বিষয়ে কাজ করছি। আর চিকিৎসকদের দায়িত্ব হবে মানুষকে মান সম্মত সেবা প্রদান করা। আদ্-দ্বীনে এসে আমি মুগ্ধ। হাসপাতাল ও কলেজের পরিবেশ পরিচ্ছন্ন ও পরিপাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ