Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ওয়াসার চুক্তি স্বাক্ষর

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা ওয়াসা দুই সিটি কর্পোরেশনভুক্ত নতুন ১৬ ইউনিয়নে পানি সরবরাহ নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি পরিচালনের জন্য সোমবার ইনষ্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডবিøউএম) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী আইডবিøউএম আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৮ মধ্যে এ স্টাডি সম্পন্ন করবে। ইউনিয়নগুলো হ’ল- উত্তরে বাড্ডা, বেরাইদ, ভাটারা, দক্ষিণখান, ডুমনি, হরিরামপুর, সাতারকূল এবং উত্তরখান এবং দক্ষিণে- দক্ষিণগাঁও, ডেমরা, দনিয়া, মান্ডা, মাতুয়াইল, নাসিরাবাদ, সারুলিয়া এবং শ্যামপুর ইউনিয়ন। ঢাকা ওয়াসা ভবনের বোর্ডরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, আইডবিøউএম এর নির্বাহী পরিচালক ড. মনোয়ার হোসেনসহ উভয় সংস্থার অন্যান্য উর্ধ্বতন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ওয়াসার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও অন্তবর্তীকালীন পানি সরবরাহ প্রকল্প পরিচালক মোঃ আক্তারুজ্জামান এবং আইডবিøউএম এর পক্ষে সংস্থার ওয়াটার রিসোর্স প্লানিং এর পরিচালক এসএম মাহবুবুর রহমান। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ