বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কেজি সোনার চালান আটকের ঘটনা ঘটেছে। এসব সোনা পাচারের অভিযোগে জান্নাতুল ফেরদৌস (২৩) নামের এক নারীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা। গতকাল মঙ্গলবার বিমানবন্দরে এ ঘটনা ঘটে।স্বর্ণের চালানটি নিয়ে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে জান্নাতুল ফেরদৌস সকালে ঢাকায় আসেন।
আটক সোনার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। তিনি বলেন, ইউএস বাংলার ফ্লাইটটি চট্টগ্রামে আসার পর অভ্যন্তরীণ যাত্রী হিসেবে জান্নাতুল ফেরদৌস ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে নজরদারিতে রাখেন শুল্ক গোয়েন্দারা। ঢাকায় আসার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জান্নাতুলকে আটক করা হয়। ওই যাত্রী তাঁর শরীরে সোনার ২৪টি বার লুকিয়ে রেখেছিলেন। এসব বারের মোট ওজন ২ কেজি ৭৮৫ গ্রাম।
মইনুল খান আরও বলেন, ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় আকাশপথে সোনার চালানটি তাঁকে দেওয়া হয়। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। আটক নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।