Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ হচ্ছে

বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানে আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খুব শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। সেই সঙ্গে হাইকোর্ট বিভাগেও কিছু বিচারপতি নিয়োগ করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ই-প্রকিউরমেন্ট বিষয়ক ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন ।
আনিসুল হক বলেন, এক সময় তিনজন বিচারপতি দিয়েও আপিল বিভাগ চলেছে। আমি মনে করি যে, আপিল বিভাগ তার কাজের যে লোড সেটার জন্য যে সংখ্যক বিচারপতি প্রয়োজন সেই দিকটা বিবেচনা করে আপিল বিভাগে সেই রকমভাবে বিচারপতি নিয়োগ করা হবে। তিনি বলেন, বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলতে থাকবে চলতি জানুয়ারি মাস বা আগামী মাসের প্রথম কয়েকদিন। চলতি মাসেই দশম জুডিসিয়াল সার্ভিসের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশকে উন্নত ও সমৃদ্ধ করণের সঙ্গে ক্রয় কার্যক্রমের একটা সম্পর্ক আছে এবং এই ক্রয় কার্যক্রমে ব্যাপক অর্থ জড়িত। সরকার ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে চায়। এক্ষেত্রে দুর্নীতি নির্মূল করতে চায়। সে জন্য ই-প্রকিউরমেন্ট পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।
বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে আদালতগুলোতে এ সংক্রান্ত বিভিন্ন ধরনের মামলা-মোকদ্দমা হবে এবং তা দক্ষতার সঙ্গে নিষ্পত্তি করতে হবে। এজন্য বিচারকদের পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-প্রকিউরমেন্ট সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
এরপর মন্ত্রী জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণ কোর্সের একটি সেশনে দুর্নীতি দমন কমিশন আইন এবং এ সংক্রান্ত কয়েকটি আইনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এ সময় মন্ত্রী প্রশিক্ষণার্থী জেলা জজদের দুর্নীতিদমন আইনে বিচার করার সময় যতেষ্ঠ সতর্কতা অবলম্বন করার আহŸান জানান এবং তড়িঘড়ি করে বিচারকার্য শেষ না করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মামলা নিষ্পত্তির পক্ষে মতদেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার মূসা খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানও বক্তৃতা করেন।



 

Show all comments
  • জাহিদ ১০ জানুয়ারি, ২০১৮, ১২:৩৬ পিএম says : 0
    স্বচ্ছাতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে দেশ দ্রুত বদলে যাবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ