বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সউদী আরবে নতুন কর নীতিতে প্রবাসী শ্রমিকদের আয়কর বাড়ছে বলে প্রবাসী কমিউনিটিতে যে তথ্য ছড়ানো হচ্ছে তাকে ‘গুজব’ বলে দাবি করেছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি)।
মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খইলের বরাত দিয়ে এ তথ্য জানায় সউদী গেজেট।
পত্রিকাটিকে খালেদ আবা আল খইল বলেন,“সামাজিক যোগাযোগ মাধ্যমে কর বাড়ানোর যে তথ্য ছড়ানো হচ্ছে এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এগুলো গুজব। বিদেশি শ্রমিকদের ওপর নতুন কর আরোপের কোনো ইচ্ছাই আমাদের নেই।”
তার দাবি, প্রবাসীদের নিয়োগ ও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ৬০টি চাকরির ক্ষেত্র বাতিল করা হচ্ছে বলেও যে সব খবর বেড়িয়েছে তা ভুল, মাত্র ১৯টি চাকরির ক্ষেত্র সীমিত করা হচ্ছে।
প্রবাসী শ্রমিকদের মাসিক বেতন তিন হাজার সউদী রিয়ালের বেশি হলেই তাদের ১০ শতাংশ কর দিতে হবে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলেও উল্লেখ করা হয়েছে পত্রিকাটির প্রতিবেদনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।