Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে এবার অঙ্ক!

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মোস্তফা মাজেদ, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিতারণকৃত সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে এবার অংক তুলে দেওয়া হয়েছে। শুধু এক পৃষ্ঠায় নয়, গোটা বইয়ের ৩৩ থেকে ৪৮ মোট ২০ পৃষ্ঠায় এভাবে অংক দেওয়া হয়েছে। বছরের প্রথমে নতুন ক্লাস ও নতুন বই পেয়ে আনন্দের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা এতোদিন ধরে জেনে আসছে ইসলাম ও নৈতিক শিক্ষায় শুধু ঈমান, সালাত ও বিভিন্ন নবীদের জীবনি থাকে। কিন্তু বই হাতে পাওয়ার পর অংক দেখে ভয় পাচ্ছে। মহেশপুর উপজেলায় ৪৮টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৭ হাজার ছাত্রছাত্রী ৭ম শ্রেণীতে পড়ে। তাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষার বইও দেওয়া হয়েছে। কিন্তু প্রায় সব বইয়ে অংক রয়েছে। মহেশপুর উপজেলার বিপিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও জিএইচজিপি হাই স্কুলের প্রধান মতিয়ার রহমান শিক্ষক সপ্তম শ্রেনীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে অংক থাকার বিষয়টি স্বীকার করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এ ব্যপারে এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। তবে যদি এটা হয়ে থাকে তাহলে দ্রæত বইগুলো ফেরৎ নিয়ে নির্ভুল বই দেওয়া হবে। তিনি আরো জানান, বই বাঁধায়ের সময় এটা ভুল বশত হয়ে থাকতে পারে।



 

Show all comments
  • Tytytt ২ ডিসেম্বর, ২০২০, ৪:০৬ পিএম says : 0
    Very bad
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ