বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা : পীরগাছায় গত কয়েকদিন ধরে তীব্র শীত ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে শীতজনিত রোগ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় ৩০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। শীত বস্ত্রের অভাবে হাড় কাপানো শীতে কাঁপছে উপজেলার লক্ষাধিকের বেশি হতদরিদ্র মানুষ। আর এসব হতদরিদ্র মানুষগুলো গরম কাপড়ের জন্য প্রতিদিন ভিড় করছে উপজেলা প্রশাসনসহ জন প্রতিনিধিদের কাছে। গরম কাপড় না পেয়ে চরম বিপাকে পড়েছে এসব হতদরিদ্র মানুষ।
অনেকে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের শেষ চেষ্টা চালাচ্ছে। চরাঞ্চলের মানুষের অবস্থা আরো কাহিল। শীতে শিশু ও বৃদ্ধাদের দুর্ভোগের শেষ নেই। সন্ধ্যার পর হাট-বাজারসহ রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত উপজেলার লক্ষাধিক হতদরিদ্র মানুষের জন্য প্রায় ৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাজ্জাত বলেন, শীতের প্রকোপের কারণে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। শীত জনিত রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৩০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবির বলেন, পর্যায়ক্রমে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। উপজেলার ৯ ইউনিয়নের জন প্রতিনিধিদের মাধ্যমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।