বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফির সাথে কানাডা সরকারের তিন সদস্যের একটি প্রতিনিধি দল গত সোমবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে কানাডা সফরের আমন্ত্রণ জানান কানাডা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারী জেমস স্টোন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন কানাডা সরকারের রাজনৈতিক কাউন্সিলর ব্যারি ব্রিস্টম্যান এবং কানাডা হাইকমিশনের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা সৈয়দা শাহনাওয়াজ মোহসিন। তারা হেফাজত আমিরের সাথে কুশল বিনিময়কালে দেশের বর্তমান পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আল্লামা শাহ আহমদ শফি বলেন, মিয়ানমারের সরকারী বাহিনী ও স্থানীয় মগদস্যুদের নির্মম পৈশাচিক হত্যাযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে সরকার শরণার্থীর মর্যাদা দিয়ে আশ্রয় দিয়েছে। এদেশের মানুষ বিশেষত আলেম-ওলামারা স্বতঃস্ফূর্তভাবে তাদের দিকে সার্বিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখনো যথাসাধ্য সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, অর্থ সম্পাদক হাজী মুজাম্মেল হক, মহানগর প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মাওলানা আলমগীর, মাওলানা সাদেক উল্লাহ মাওলানা রিয়াদসহ নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।