বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনসহ মুসলিম দেশগুলো স্বাধীন দেশে আগ্রাসী শক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের রাজধানী হবে জেরুজালেম। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী মুসলিম বিশ্ব কিছুতেই মেনে নেবেনা। ওআইসি এবং তুরস্কের নেতৃত্বে মুসলিম বিশ্বকে আবারো ঘুরে দাঁড়াতে হবে। গত সোমবার আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কুমিল্লা শাখার উদ্যোগে কুমিল্লা ঈদগাহ মাঠে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আনজুমানের মহাসচিব আলমগীর খান মাইজভান্ডারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের সাংগঠনিক সম্পাদক শায়খ ড. আহমদ তিজানী বিন ওমর। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা আব্দুল মতিন, পীর মহিউদ্দিন আহমদ লতিফী আল-কাদেরী, মাওলানা বাকী বিল্লাহ আল-আযহারী, মাওলানা শেখ সাদী মো: আব্দুল্লা সাদকপুরী, মাওলানা আব্দুস ছাত্তার, মাওলানা আব্দুল মান্নান, কুমিল্লা জেলা আহলে সুন্নত ওয়াল জামআতের সভাপতি কাজী এম এ ওয়াহিদ, সাধারণ সম্পাদক খাদেম মো: ফিরোজ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।