Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটাধিকার চেয়ে কুবি দুই শিক্ষকের করা রিট খারিজ

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুবি রিপোর্টার : নিয়মবির্হভূতভাবে শিক্ষকদের বেতনের টাকা কেটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার নামে অর্থ আত্মসাতের প্রচেষ্টার অভিযোগে সম্প্রতি ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও ড. দুলাল চন্দ্র নন্দীর সদস্য পদ স্থগিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে শিক্ষক সমিতির আসন্ন ১১ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য কার্যনির্বাহী পরিষদ-২০১৮ এর নির্বাচনে ঐ দুই শিক্ষকের নাম ভোটার তালিকায় রাখেনি শিক্ষক সমিতির নির্বাচন কমিশন। এতে ভোটাধিকার চেয়ে গত ৮ জানুয়ারি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে ৯ জানুয়ারি শুনানি শেষে তাদের পিটিশন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি জনাব নাইমা হায়দার ও বিচারপতি জনাব জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ খারিজাদেশ দেন।
শিক্ষক সমিতির পক্ষের আইনজীবী এ্যাভোকেট মোতাহের হোসেন সাজু জানান, রিটকারীদের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কেটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার কথা বলে অর্থ আৎসাতের চেষ্টার অভিযোগ ছিল। যা ক্রিমিনাল ওফেন্স বা ফৌজদারী অপরাধ বলে হাইকোর্ট অভিমত দেন। রিটকারীদের কেন ভোটাধিকার দেওয়া হবে না, ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্ত করে ভোটের সুযোগ প্রদান ও তত দিন পর্যন্ত নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে রিট করেন তারা। শিক্ষক সমিতির সাধারণ পরিষদ তাদের সদস্য পদ স্থগিত করে এবং সেখানে তাদের ভোটাধিকার নেই। এতে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে যে দোঁয়াশা ছিল তা কেটে গেল। খারিজাদেশের পরে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোন বাধা রইল না বলে জানান এ আইনজীবী।
শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের বলেন, ‘তারা অন্যায় করেছেন। আজ (মঙ্গলবার) হাইকোর্টের খারিজাদেশে এটা প্রমানিত হলো যে তারা দুর্নীতি করেছেন এবং শিক্ষক সমিতি সঠিক পথেই রয়েছে।’ রীট আবেদনকারী শিক্ষকদের একজন ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন বলেন, ‘আমাদের আইনজীবী বলেছেন যেহেতু নির্বাচন সন্নিকটে আপনাদের আরও আগে আসা উচিত ছিল। সরকারী বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো নিজেরা বসে সমাধান করা ভালো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ