Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জবিতে গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জবি সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের আয়োজনে গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকার মঙ্গলবার, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ভুল ব্যাখ্যা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানে হচ্ছে বিশেষ বিদ্যালয়, যেখানে মানুষ আলোকিত এবং উদার হয়। কিন্তু বর্তমানে সনদ বিতরণই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হয়ে দাড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের এক্সট্টা কারিকুলাম, সাহিত্য চর্চা, বক্তব্য দেয়া, আবৃত্তি করা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড অংশগ্রহণ করা, মানুষের সাথে মেলামেশার চর্চা শিখানো হওয়া উচিত। উৎসব শেষে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রকশনা উপকরণ বিক্রয় কেন্দ্র-এর উদ্বোধন করেন প্রফেসর আবদুল মান্নান। এই বিক্রয় কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনা বিক্রয় করা হবে। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ