বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ মহেশপুর থানা পুলিশের আরো এক এসআইসহ ৪ পুলিশকে ক্লোজড করা হয়েছে। সড়কে নৈশ কোচে ডাকাতির ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে গতকাল মঙ্গলবার তাদের ঝিনাইদহ পুলিশ লাইনস এ ক্লোজড করা হয়। ক্লোজকৃতরা হলেন, মহেশপুর থানার এসআই আনিছুর রহমান, কনস্টেবল আব্দুল গাফ্ফার, আসাদুল হক ও ইমরান হোসেন। এই নিয়ে গত দুই দিনে দুই এসআইসহ ৮ পুলিশকে ক্লোজ করা হলো। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৪ জানুয়ারি মহেশপুরের পুরোন্দরপুর-বজরাপুর সড়কে নৈশ কোচে ডাকাতি হয়। এ সময় ওই এলাকায় এসআই আনিছুর রহমানসহ চার পুলিশ দায়িত্বরত ছিলেন। তাদের দায়িত্বপুর্ন এলাকায় ডাকাতি হওয়ার কারণে কর্তব্যে অবহেলার দায়ে তাদের ক্লোজ করা হয়েছে। উল্লেখ সোমবার মহেশপুর থানার এস.আই নাজমুল হক, কনস্টেবল মনিরুজ্জামান, এইচ এম এরশাদ ও ওলিয়ার রহমানকেও প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।