Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী সিডিউল বিপর্যয় রেলযাত্রীদের ভোগান্তি

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) থেকে আফতাব হোসেন : রাজশাহী-ঢাকা, খুলনা-ঢাকা, দিনাজপুর-ঢাকা রুটে ট্রেন যাতায়াতের ব্যাপক সিসডিউল বিপর্যয় চলছে। প্রতিটি ট্রেনই চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিলম্বে আসা যাওয়া করছে। গত ১০ দিন ধরে ঢাকাগামী সকল ট্রেন চলাচলে এমন সিডিউল বিপর্যয় চলছে। এতে করে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেন যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জানা গেছে, সড়ক পথের দুরাবস্থার কারণে বেশ কিছুদিন ধরে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মানুষ ট্রেন হয়েই ঢাকা অভিমুখে যাতায়াত করছে। নিরাপদ যাত্রা আর অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ট্রেনযাত্রা। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল মিলে পাবনার চাটমোহর স্টেশন হয়ে ঢাকা গামী অন্তত ১৪-১৫টি ট্রেন হয়ে কয়েক লক্ষাধিক যাত্রী প্রতিদিন যাওয়া-আসা করে। গত শনিবার ঢাকা অভিমূখী যে ট্রেনগুলো সিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, সেগুলো হলো- সিল্কসিটি এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৯টায় চাটমোহর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার অভিমূখে ছেড়ে গিয়েছে। গতকাল রবিবার দুপুর দেড়টায় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩টায় ছেড়ে যায় বলে জানা গেল। দ্রæতযান এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশনে ১:৫৫ মি. ছেড়ে যাওয়ার কথা থাকলেও রাত ৮টার দিকে ছেড়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ। এ ছাড়া রংপুর এক্সপ্রেস প্রায় ১০ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। অন্যান্য ট্রেনগুলোর পরিস্থিতিতিও প্রায় একই অবস্থা। গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছিলো। চাটমোহর স্টেশনে অবস্থারত ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের যাত্রীরা জানান, চাটমোহর স্টেশন থেকে চিত্রা ট্রেন ছাড়ার কথা দুপুর ১.২২ মিনিটে। আমরা পরিবার নিয়ে দুপুর ১টায় স্টেশনে এসে বসে আছি। শুনলাম দুই ঘণ্টা পর ৩টায় আসবে। কর্তৃপক্ষ কোন টিকেটও ফেরত নিচ্ছে না। এ বিষয়ে চাটমোহর স্টেশন মাস্টার মাসুম আলি খান জানান, গত কয়েকদিন যাবত ঘন কুয়াশা ও অতিরিক্ত যাত্রী আসা-যাওয়ার কারণে ট্রেনের এ সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এ ছাড়া ট্রেন সংখ্যা অনেক হওয়ায় ক্রসিংজনিত কারণেও ট্রেন বিলম্ব হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ