রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মংলা বন্দর সংবাদদাতা : সুন্দরবনের শ্যালা নদীতে নৌ-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক দস্যু নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে দুটি অস্ত্র নৌকা ও ছয় জিম্মি জেলে। সুন্দরবনের শরনখোলা রেঞ্জের নৌপুলিশ সূত্রে জানা যায়, বনের শেলা এলাকায় বনদস্যু ছোটভাই বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে জেলেদের জিম্মি করে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান চালায় নৌপুলিশের একটি দল। এসময় ওৎপেতে থাকা দস্যুরা নৌপুলিশের উপর গুলি ছোড়ে। আত্বরক্ষায় নৌপুলিশ সদস্যরা পাল্টা গুলি চালায়। পরে দস্যুরা গহীন বনে পালিয়ে যায়। বনে তল্লাশি চালিয়ে একদস্যুর মৃতদেহ ও পরিত্যক্ত দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি নৌকা উদ্ধার করা হয়। এসময় মুক্তি পনের দাবিতে জিম্মি থাকা ছয় জেলেকে মুক্ত করে করে নৌপুলিশের দলটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।