Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাইকে নতুন ঢাকা দেখাতে চাই - আতিকুল ইসলাম

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফা রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের সবাই তার সঙ্গে কাজ করছেন।
প্রধানমন্ত্রীও তাকে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সেজন্য মতবিনিময় করছি। সবাই পাশে থাকলে আমি নির্বাচিত হতে পারবো, নতুন ঢাকা গড়ার কাজ সহজ হয়ে যাবে। সবাইকে নতুন ঢাকা দেখাতে চাই।
গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন ২৩ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, এই মতবিনিময় সভায় অনেক মুক্তিযোদ্ধা এসেছেন, নতুন ভোটার এসেছেন, শিক্ষকরাও এসেছেন। এ জন্য মতবিনিময় সবা নির্বাচনি এক উৎসবে রূপ নিয়েছে।
তিনি বলেন, মন্দির, মসজিদ, দোকানসহ সবখানেই প্রচার চালাচ্ছি। সবাইকে নতুন ঢাকা দেখাতে চাই। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছেন।
আতিকুল বলেন, আওয়ামী লীগের সবাই আমার সঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন। আমরা উদ্যোক্তা হিসেবেও কাজ করছি। আমরা যারা উদ্যোক্তা রয়েছি, আমাদের নেওয়ার কিছু নেই। আমরা দিতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ