পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন বলেছেন, মাদরাসা শুধু আখেরাতের কল্যাণের জন্য লোক তৈরি করে না। জাগতিক ও জাতীয় উন্নয়নেও মাদরাসার শিক্ষার্থীরা ভূমিকা পালন করছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের আলেম-ওলামা ও জমিয়াতুল মোদার্রেছীনের ভালো মূল্যায়ন করছেন। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আন্তরিকতায় মাদরাসা শিক্ষা ও মাদরাসা শিক্ষিতরা স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। গতকাল কক্সবাজার জেলা জমিয়াতুল মোদার্রেছীনের এক অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা কামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। বক্তব্য রাখেন আদর্শ মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাফর উল্লাহ নূরী, প্রিন্সিপাল মাওলানা রুহুল কুদ্দুস আজহারী ও জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা শাহাতাদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কক্সবাজার এখন দেশের অন্যতম ধনী এলাকা। মহেশখালীতে দেড় লক্ষ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিশ্বের নজর পড়েছে কক্সবাজারে। ইউরোপের পর্যটকরা সাগর পথে কক্সবাজার আসছে। এ বিষয়গুলো আলেম-ওলামাদের বোঝতে হবে। আলেম সমাজকে তাদের অবস্থান সময়োপযোগী ও সুদৃঢ় করতে হবে। মাদরাসায় শিক্ষার্থী এবং শিক্ষার মান বাড়াতে হবে। এমপিওভূক্তিসহ দাবি-দাওয়া নিয়ে মহাসচিবের নেতৃত্বে জমিয়াতুল মোদার্রেছীনের নেতারা প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে সব দফতরে ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে নিজেদের অবস্থান শক্ত করলে আগামী নির্বাচনে সব দল আলেম-ওলামাদের মূল্যায়ন করতে বাধ্য হবে।
জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী বলেন, শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি করেছে জমিয়াতুল মোদার্রেছীন। এ বিষয়ে সারা দেশে মাদরাসায় মাদরাসায় মতবিনিময় সভা ও আঞ্চলিক প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। জমিয়াতুল মোদার্রেছীনের বলিষ্ঠ ও সঠিক নেতৃত্ব দিয়ে অনেক দাবি আদায় করেছে। আরো দাবি আদায় হবে। আমরা অনেক কিছু পেয়েছি। আরো অনেক পাবো ইনশা আল্লাহ। রাস্তায় মিছিল করা লাগবে না।
তিনি অরো বলেন, এমপিওভূক্তির ব্যাপারে সরকার নীতিমালা করেছে। এর বাইরে কিছু হবে না। তিনি জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃত্বে সারা দেশের শিক্ষক কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও মহাসচিব কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে পৌঁছালে বিভিন্ন মাদরাসা প্রধান ও জমিয়াতুল মোদার্রেছীনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।