Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকসহ তার সহযোগীরা দশম শ্রেনির এক স্কুল শিক্ষার্থীকে গনর্ধষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল সোমবার (৮ জানুয়ারী) দুপুরে এ ঘটনায় মারুফ হোসেন মুন্না নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মারুফ হোসেন মুন্না উপজেলার মদিনাবাগ কান্দাপাড়া এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে। এর আগে, গত ৬ জানুয়ারী রাতে ওই শিক্ষার্থীকে উপজেলার কান্দাপাড়া এলাকায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে প্রেমিক শহীদুল ও তার সহযোগী কাউসার, জয়, শাওন। ওই শিক্ষার্থী জানান, গত ৬ মাস ধরে এলাকার শহীদুল ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিছুদিন পর ওই শিক্ষার্থী শহীদুলের প্রেমের প্রস্তাবে রাজী হয়ে যায়। গত ৬ জানুয়ারী তাকে প্রেমিক শহিদুল তেতলাবো বাজারে এসে তার সঙ্গে দেখা করতে বলে। ওই দিন সন্ধ্যায় তেতঁলাবো বাজারে পৌছাঁলে প্রেমিক শহীদুল ও তার সহযোগী কাউসার, জয়, শাওন একটি অটো গাড়িতে করে তাকে উঠিয়ে নিয়ে কান্দাপাড়া মারুফ হোসেন মুন্নার বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে গণধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ মারুফ হোসেন মুন্নাকে কান্দাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ