পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে বাস-সিএনজি সংঘর্ষে ৩, গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২, পুঠিয়ায় বাসে চাকায় পৃষ্ট হয়ে ১, বোদায় ট্রাক চাপায় ১, মেহেরপুরের পাওয়ারট্রলারের (কৃষি কাজে ব্যবহারিত) সাথে ধাক্কা এক স্কুলছাত্রী, ছাগলনাইয়ায় ২ জনসহ ১০ জন নিহত এবং আহত হয়েছেন ১৬ জন।আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট:
উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী বাসের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখী সংঘর্ষে চালকসহ ৩ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন সিএনজির অপর তিন যাত্রী। নিহতরা হলেন, টেকনাফের বাহারছড়া শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক নুরুল আবছার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫)। বাকি একজনের পরিচয় তাৎক্ষণিক কেউ জানাতে পারেননি। তিনজনের মধ্যে চালকসহ দু’জন ঘটনাস্থলেই এবং অপরজন কক্সবাজার সদর হাসপাতালে মারা যান বলে জানিয়েছে পুলিশ। আহত অপর তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পর্যটক বোঝাই ইনানী অভিমূখী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৩৫২৮) মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌছালে কক্সবাজার অভিমূখী কক্সবাজার-থ-১১-২৪৬৪ নাম্বারধারী সিএনজি টেক্সীর সংঘর্ষ হয়। এতে সিএনজি’টি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক আবছার ও অজ্ঞাতনামা এক যাত্রী। সিএনজিতে থাকা বাকি চার যাত্রিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রæত কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন। সেখানে পৌঁছানোর পর পরই মারা যান ছৈয়দুল ইসলাম। বাস চালকের হেলপারকে আটক করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ও বাসটি পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে। ।
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ নারী সহ ২ জন নিহত ও কমপক্ষে ১০ জন হয়েছে। গত বোরবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বণফুল পরিবহনের চালক ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামের শেখ খবিরের ছেলে শেখ শাহিন (৪৮) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জের আব্দুস সোবাহানের স্ত্রী মালা বেগম (৩৫)। গোপালগঞ্জ সদর থানার এস.আই শওকত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বণফুল পরিবহনের একটি নৈশ কোচ ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিপরিত দিক থেকে আসা বৈদ্যুতিক তার বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাস চালক সহ ২ জন নিহত হয়। আহত হন আরো অন্তত ১০ জন। নিহত ২ জনের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, পুঠিয়ায় যাত্রিবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে আব্দুর রব ওরফে সোহান (১৬) নামের এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সোহান বাঘা উপজেলার আড়ানী এলাকার আবু সাইদের ছেলে। সে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামের তার নানা ওয়াজ নবীর বাড়িতে লেখাপাড়া করত। এই বছর সোহান জামিরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো। জানাগেছে, গতকাল সোমবার সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল যোগে সোহান ও তার বন্ধু বেলপুকুর থেকে বানেশ্বর আসার সময় বানেশ্বর ট্রাফিক মোড়ে পৌছানো মাত্রই একটি ইম্মা গাড়িতে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সোহান মহাসড়কে পরে। সেসময় একটি দ্রুতগামী অজ্ঞাত যাত্রিবাহী বাস সোহানকে চাকায় পৃষ্ট করে পালিয়ে যায়। ঘটনা স্থালে সোহান মারা যায়।
মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে পাওয়ারট্রলারের (কৃষি কাজে ব্যবহারিত) সাথে ধাক্কা লেগে শ্নিগ্ধা খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্নিগ্ধা খাতুন একই গ্রামের আসলাম আলীর মেয়ে। সে স্থানীয় কেদারগঞ্জ জিনিয়াস স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, ঘটনার সময় শ্নিগ্ধা গ্রামের রাস্তায় খেলা করছিল। এ সময় একটি পাওয়ার ট্রলার নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে ট্রলারের চালক পলাতক রয়েছে বরে জানান তিনি।
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে বোদায় ট্রাক চাপায় ইউনুছ(৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার নয়াদিঘী বামনহাট পাকা সড়কের জাহাঙ্গীর নগর এলাকায়। দ্রুতগামী ট্রাকটি এক চলন্ত সাইকেল আরোহীকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করে। নিহত ব্যক্তিটির বাড়ি উপজেলার বোয়ালমারী গ্রামে। বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, গতকাল পৃথক সড়ক দূর্ঘটনায় ছাগলনাইয়ার ব্যবাসায়ী ও আওয়ামীলীগ নেতাসহ ২ জন নিহত হয়েছেন। জানাগেছে, সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার সমিতির বাজার এলাকায় ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য নুর নবী রাসেল (৩৫) সড়ক দূর্ঘটনায় নিহত হন। সমিতির বাজারে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার রাসেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। রাসেল নিজকুঞ্জরা গ্রামের ৯নং ওয়ার্ড মেম্বার ছিলেন। সে ওই গ্রামের সোলতান আহাম্মদের পুত্র।
অপরদিকে সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় ছাগলনাইয়ার মধুগ্রাম জিনারহাট ফাজিল মাদ্রাসার দাতা সদস্য ও ঢাকার এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসায়ী গাজী ফজলুল করিম বুলবুল (৪০) নিহত হয়েছে। সে উপজেলার পশ্চিম মধুগ্রামের মৃত হাজী রুহুল আমিনের কনিষ্ঠ পুত্র। জানা যায়, নিহত বুলবুল সোমবার দুপুরে পারিবারিক কাজ শেষ করে প্রাইভেটকার নিয়ে চট্টগ্রাম থেকে ছাগলনাইয়া আসার পথে সীতাকুন্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় গাড়ীতে থাকা তার শ্যালক মাহমুদুল হাসান (২৫), মামা শ্বশুর ব্যবসায়ী মোর্শেদুল আলম (৩৮) ও গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।