বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে চলছে ইট বালি ও জ্বালানি কাঠের জমজমাট ব্যবসা বাণিজ্য। দীর্ঘদিন প্রকাশ্যে মহাসড়ক দখলে রাখার ফলে প্রায় সময় সড়ক দুর্ঘটনায় প্রানহানির ঘটনা ঘটছে। তবে দখলদারদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন পদক্ষেপগ্রহণ না করায় তারা দিনদিন আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগে জানা যায়, সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্পটে কিছু অসাধু ব্যবসায়ী রাস্তার উভয় পার্শ্বে অবৈধ ভাবে সড়ক দখল করে ইট বালি ও জ্বালানি কাঠ এবং ভাঙারি প্লাস্টিকসহ বিভন্ন পণ্যের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সড়কে এসব পণ্য রাখার কারণে মহাসড়কে প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। ফলে একদিকে যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দূরপাল্লার সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। অন্যদিকে সড়ক দুর্ঘটনার সংখ্যাও লাগামহীন ভাবে বেড়েই চলেছে। বিশেষ করে সীতাকুন্ড পৌরসদরের উপজেলার শেখ পাড়া এলাকায় মহাসড়ক দখল করে ভাঙারি দোকান ও ভাঙারি প্লাস্টিকের টুকরো শুকানো এবং ইট বালির ব্যবসা চালিয়ে যাচ্ছে এক ধরনের অসাধু ব্যবসায়ী। এবিষয়ে এক পথচারি আবুল হোসেন বলেন, শুধু শেখ পাড়া নয় উপজেলার সিটি গেইট থেকে শুরুকরে একেবারে বারৈয়াঢালা ইউনিয়ন পর্যন্ত পথচারীরা রাস্তার পাশ দিয়ে চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে। এই দিকে বাড়বকুন্ড ৫নং ইউনিয়ন চেয়ারম্যান সাকাত উল্ল্যা মিয়াজী জানান,মহাসড়কের পাশ্বে বিভিন্ন রকম পণ্য রাখার কারণে সড়ক ঘেষে পথ চলার সময় প্রতিদিন পথচারী ও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সাধারণ যাত্রীরা সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। তিনি বলেন,শুকলাল হাট এলাকায় মহাসড়কের পাশ্বে ইট বালি রাখার কারণে পথ চলার সময় সড়ক দূর্ঘটনার কবলে পরার উপক্রম হয়েছিল আমার। মহাসড়কের পার্শে¦ এইসব পণ্য অবৈধ ভাবে রাখার কারণে প্রতিদিন পথচারী সহ বিভিন্ন যানবাহন গুলো দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। মহাসড়কের সীতাকুন্ড অংশের বিভিন্ন এলাকা সড়েজমিন ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম সিটি গেইট থেকে বড় দারোগারহাট পর্যন্ত নিয়ম নীতি উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী মহাসড়কের উপর ইট বালিও জ্বালানি কাঠের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে সেই দীর্ঘদিন থেকে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ ভাবে এইসব ব্যবসার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে সড়কের উপর ইট বালিও বিভিন্ন পণ্য রাখার কারণে ঐসব স্থানগুলোও বড় বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। এইসব গর্তে অথবা ইট বালিও জ্বালানি কাঠের টুকরো গুলো পার হয়ে যাওয়ার সময় পথচারী ও যানবাহন গুলো সড়ক দূর্ঘটনার কবলে পড়ছেন প্রতিনিয়ত। দীর্ঘ দিন ধরে এই সমস্যা গুলো বর্তমানে চরম আকারে পৌছালেও বিষয়গুলো যেন দেখেও কেউ দেখছেনা। ফলে দখলদারা ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে। প্রথমে সড়কের পাশে আস্তানা গড়ার পর ধীরে ধীরে সড়কের পাশে স্থায়ী স্থাপনাও নির্মাণ করছে অনেক দখলদার। তাই জনস্বার্থে দ্রুত গতিতে ও শক্ত হাতে মোকাবেলা করার জোর দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন,সড়কে ও সড়কের পাশে যেসব অবৈধ ইট বালি ও বিভিন্ন পণ্যের ব্যবসা রয়েছে, সেসব বিষয়ে অতি দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।