বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুবির বঙ্গবন্ধু পরিষদের ‘নীল দলের প্যানেল’ ঘোষণা
কুবি রিপোর্টার : কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৮ নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের ‘নীল দল’ এর পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ও সহ-সভাপতি ড. মোহাম্মদ জুলহাস মিয়া এ প্যানেল ঘোষণা করেন।
বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: আবু তাহেরকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে মোট ১৫টি পদের প্যানেল ঘোষণা করে বঙ্গবন্ধু পরিষদ। প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, হিসাব ও তথ্য বিজ্ঞান বিভাগের মোঃ নজরুল ইসলাম (সহ-সভাপতি), মার্কেটিং বিভাগের মেহেদী হাসান (সহ-সভাপতি) এবং মো: জিল্লুর রহমান সিদ্দিকী (যুগ্ম সাধারণ সম্পাদক), ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো. এমদাদুল হক (কোষাধ্যক্ষ), ইংরেজি বিভাগের মো: আবুল হায়াত (সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), রসায়ন বিভাগের মো: আতিকুর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্য পদে অর্থনীতি বিভাগের ড. মো: শামিমুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ জুলহাস মিয়া, গণিত বিভাগের জিল্লুর রহমান, ইংরেজি বিভাগের ফিরোজ আহমেদ, প্রতœতত্ত¡ বিভাগের মো: সাদেকুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মো: মেহেদী হাসান এবং গণযোগাযোগ ও সংবাদিকতা বিভাগের মাহবুবুল হক ভূঁইয়া। আগামী ১১ জানুয়ারি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৮ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।