Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে অবৈধ গ্যাস লাইনের চুলা বিস্ফোরণে দগ্ধ ৩

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় গতকাল সোমবার ভোরে একটি বসত-বাড়িতে বিকট শব্দে অবৈধ গ্যাস লাইনের চুলা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঘরের ভিতরে থাকা নারী ও শিশুসহ তিনজন মারাতœক দগ্ধ হয়। দগ্ধরা হলেন শরিয়তপুরের গোসাইরহাট থানার বড় কালিনগর এলাকার আলতাফ হোসেন মৃধার মেয়ে নুর নাহার আক্তার (৩৮), নুর নাহারের ছেলে সাব্বির হোসেন (১২) ও নুর নাহারের ছোট বোন খাদিজা আক্তার (৩২)।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নুর নাহার আনসার ও ভিডিপি বাহিনীতে যোগদান ও কাজের সুবাধে উপজেলার পূর্বচান্দরা এলাকায় জমি কিনে বাড়ী করে বসবাস করে আসছে। পরে পাশের বাসার আহসান উল্লাহ ছবুরের কাছ থেকে টাকার বিনিময়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দেন। গত রোববার নুর নাহারের ছেলে সাব্বির ও ছোট বোন খাদিজা এবং লাইলির এক ছেলে নুরনাহারের বাসায় বেড়াতে আসে। সোমবার ভোরে ওই বাসায় বিকট শব্দে অবৈধ গ্যাস লাইনের চুলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কক্ষে থাকা নুর নাহার, তার ছেলে সাব্বির ও ছোট বোন খাদিজা মারাতœক দগ্ধ হন। খবর পেয়ে আশপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে উপজেলার সফিপুর আনসার ভিডিপি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ