Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনবিআরের তিন কর্মকর্তার পদোন্নতি

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্যকে (কর) গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সিনিয়রিটি অনুযায়ী পদোন্নতি পাওয়া এই তিন কর্মকর্তা হলেন- মীর মুস্তাক আলী, মো. আব্দুর রাজ্জাক ও জিয়াউদ্দিন মাহমুদ। গতকাল সোমবার অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এই তিন কর্মকর্তা গ্রেড-২ পদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ স্কেলে পদোন্নতি পেলেন। মীর মুস্তাক আলী এনবি আরের সদস্য (অডিট, ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন), মো. আব্দুর রাজ্জাক এনবি আরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও জিয়াউদ্দিন মাহমুদ এনবি আরের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) হিসেবে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ