Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামরাইয়ে গবাদি পশু-পাখি চিকিৎসায় সেনাবাহিনীর ক্যাম্পেইন

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ধামরাইয়ে গৃহপালিত পশু-পাখির চিকিৎসা দিয়েছে সাভার অঞ্চলের সেনাবাহিনী সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চলের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় গত রোববার উপজেলার কুশুরা আব্বাস্ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ভ্যাটেরিনারী ক্যাম্পের উদ্বোধন করেন কর্নেল এসএম আজিজুল করিম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন লে. কর্নেল রেজাউল করিম, মেজর প্রনব কুমার, মেজর মুক্তার হোসেন, ক্যাপটেন পিয়াসসহ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তারা । দিনব্যাপী এ সিকিৎসা ক্যাম্পে সহ¯্রাধিক গরু, ছাগল ও হাস মুরগীর চিকিৎসাসহ বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়।
এ ছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ও কুশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলা সামগ্রী এবং উপস্থিত কৃষকদের মধ্যে ঘাসের বীজ বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ