বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফলে তেলেশমাতি কান্ডে পরীক্ষা না দিয়ে এক শিক্ষার্থী জিপিএ ৪.৬৭ পেয়ে পাস করেছে এবং অপর এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেও ফলাফলে অনুপস্থিত দেখানোর তথ্য পাওয়া গেছে। শনিবার এ ঘটনা জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সদ্য প্রকাশিত প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-এর ফলাফলে উপজেলার ৫৭ নম্বর আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনি আক্তার (রোল নম্বর ১৮০৫) পরীক্ষায় অংশগ্রহন না করেই জিপিএ ৪.৬৭ পেয়ে পাস করেছে। অপরদিকে ৫০ নম্বর আংগুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়াল জমাদ্দার (রোল নম্বর ১৭০৫) পরীক্ষায় অংশগ্রহন করলেও ফলাফলে তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। পিয়াল স্থানীয় কেএম লতীফ ইনষ্টিটিউশনে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েও রেজাল্ট শিট না থাকায় ভর্তি হতে পারছেনা। ফলে বিপাকে পরেছে ওই শিক্ষার্থী ও অভিভাবক। বিষয়টি নিয়ে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিষয়টি স্বীকার করেছে সংশ্লিষ্ট আংগুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা বেগম এবং পরীক্ষা কেন্দ্র সচিব আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার সোহেল।
এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, বিষয়টি প্রযুক্তিগত ত্রæটির কারণে ঘটেছে। ভুল সংশোধনের চেষ্টা চলছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।