Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পৌনঃপুনিক

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আগামী ২৮ জানুয়ারী থেকে ৩রা ফেব্রæয়ারী ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি দক্ষিণ এশিয়ার প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং অ্যানিমেশন চলচ্চিত্রের প্রাচীন এবং সর্ববৃহৎ উৎসব। ১৯৯০ সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য এবং স¤প্রচার মন্ত্রাণালয়ের চলচ্চিত্র বিভাগ উৎসবটি আয়োজন করে আসছে। উৎসবের এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত হয়েছে খন্দকার সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পৌনঃপুনিক।পরিচালক খন্দকার সুমন জানান, মাজের অবদমিত অধ্যায়ের অ¯পৃশ্য নারীর দ্রোহ ও শেকল ভাঙ্গার অদম্য সাহস, স্বপ্ন, লড়াই এবং হেরে গিয়ে যাপিতজীবনের পুনরাবৃত্তির ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পৌনঃপুনিক। চলচ্চিত্রের গল্প রচনা করেছেন কিংশুক ভট্টাচার্য, চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন, সংগীতে মাহমুদ হায়াৎ অর্পন এবং স¤পাদনায় ছিলেন সাইফ রাসেল। আইডিয়া এক্সচেঞ্জ-এর প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেন খন্দকার সুমন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রানী সরকার, ফজলুল হক, ফারজানা, রওশন আরা মুক্তি, মিতু রহমান, ফারজানা রুমি এবং মানিক বাহার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ