রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সান্তাহারে যুবলীগ নেতাদ্বয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
আমদীঘি (বগুড়) উপজেলা সংবাদদতা : বগুড়ার সান্তাহারে সিএনজি শ্রমিক যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও সোহাগের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা সিএনজি মারিক ও শ্রমিক ইউনিয়নে যৌথ উদ্যোগে হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল, সকালে স্থানীয় সিএজি শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে সংগঠনের এবং কালোপতাকা উত্তোলন, বেলা ১১টায় কালো ব্যাচ ধারণ, শহরে শোকর্যালি শেষে শহরের মারগুদাম রোডে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খাঁন, আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহŸায়ক রাসেদুল ইসলাম রাজা, আদমদীঘি উপজেলা যুবলীগের সভাপতি শ্রমিক নেতা শহিনুর ইসলাম মুন্টি। আলোচনা সভা শেষে শফিকুল ও সোহাগের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২০১৬ সালের ৮ জানুয়ারি সিএনজি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের বিরোধের জেরধরে সৃষ্ট ঘটনায় প্রতিপক্ষের আঘাতে শ্রমিক নেতা যুবলীগ নেতা শফিকুল এবং শ্রমিক সোহাগ নিহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।