Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নান্দাইলে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসদরের নাথপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর মামলা দিয়ে হয়রানির করার জন্য নান্দাইল মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, নাথপাড়া গ্রামের আবদুল রহমানের পুত্র মো. আবদুল মতিন বাদী হয়ে গত ৫ জানুয়ারি একই গ্রামের বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, দেবল দেবনাথ, রিপন দেবনাথ, লিটন দেবনাথ, অনিল চন্দ্র দেনাথকে আসামি করে নান্দাইল থানায় মামলা করেই ক্ষান্ত হয়নি, আসামির পরিবারের লোকজনকে নানাবিধ হুমকিসহ হয়রানি করছে বলে আসামিরা এক লিখিত অভিযোগে জানিয়েছেন। মামলার আসামি হিন্দু পরিবারের লোকজন বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে নিরীহ পরিবারগুলোকে হয়রানির হাত থেকে রেহাই দেয়ার আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ