Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে ফুরফুরা পীর ন’হুজুরের ওফাত দিবস পালিত

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : বিস্তারিত কর্মসুচি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে গতকাল রোববার ফুরফুরার পীর হযরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর (রহঃ)-এর ৩৬তম ওফাত দিবস পালিত হয়। এ উপলক্ষে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা হাসান মাহমুদ জিকির ও দোয়ার মাহফিল পরিচালনা করেন।
এদিকে ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা শহরেও হুজুরের ওফাত দিবসটি ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়। এ সব অনুষ্ঠানে হুজুরের ভক্ত ও আশেকানরা শরীক হন। উল্লেখ্য যে, ১৯৮২ সালের এই দিনে তিনি ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য এপার বাংলা ও ওপার বাংলায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ