বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (২৩) ও সৌরভ (২২) নামে দুই তরুণের নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার দুপুরে নিহত আকাশের বাবা হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমান বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় ঘাতক রাজিব ও আরেক আকাশসহ ৯ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিকেলে স্থানীয় পৌর এলাকা থেকে এ হত্যা মামলার প্রধান আসামি নাহিদকে (৩২) গ্রেফতার করেছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানিয়েছেন, বাদ বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে, এ হত্যাকান্ডের ঘটনায় আকাশ ও সৌরভের পরিবারে চলছে শোকের মাতম। রোববার (০৭ জানুয়ারি) সকালে তাদের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের সাহা পাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাকবিতÐা হয়। এ নিয়ে দু’পক্ষ সালিশে বসে। সেখানে তা ঝগড়ার পর্যায়ে গেলে উত্তেজিত প্রতিপক্ষ আকাশ ও সৌরভকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।