Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে শ্রমিকের চাকরি পুনর্বহালে আদালতের নির্দেশ

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতকস্থ লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে পরিবহন শ্রমিকদের চাকুরি পূনর্বহাল ও বকেয়া বেতন ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। ২৩জন শ্রমিক বিনা নোটিশে চাকুরি থেকে অব্যাহতি দেয়ায়, আদালতের মাধ্যমে ৪বছর পর হারানো চাকুরি ফিরে পেয়েছেন শ্রমিকরা । গত বছরে ২৮ডিসেম্বর চট্টগ্রাম শ্রম আদালত থেকে এ রায় প্রদান করা হয়। এ রায়ের পরও ছাতকস্থ লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড কতৃপক্ষ রায় মানতে ব্যাপক টালবাহানা শুরু করছেন বলে শ্রমিকরা জানান। এনিয়ে লাফার্জ কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শ্রমিক নেতা খালেদ মিয়া জানান, কোম্পানী কর্তৃপক্ষ শ্রমিক হয়রানীর সব ধরনের কৌশল অবলম্বন করে যাচ্ছেন। তারা আদালত অবমানাসহ শ্রমিকদের ঘামের বিনিময় দিতে টালবাহানা করে যাচ্ছে। তিনি আদালতের প্রতি সম্মান ও আদালতের নির্দেশ পালনের জন্যে অনুরোধ জানান। অন্যথায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় কঠোর আন্দোলন-সংগ্রামের হুশিয়ারি উচ্চারণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ