Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

কক্সবাজারে বিশ্বের প্রখ্যাত ক্বারীদের সু-মধুর কণ্ঠ

আজ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


কক্সবাজার ব্যুরো : আজ ৮ জানুয়ারি পর্যটন নগরী কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। দ্বিতীয় বারের মতো কুরআনের এই সম্মেলনে মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের ১১ জন প্রখ্যাত ক্বারী অংশ গ্রহণ করবেন। বেলা দুইটা থেকে ক্বিরাত সম্মেলন শুরু হবে।
সম্মেলনে আমন্ত্রিত ক্বারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ক্বিরাত বিভাগের ডিন ক্বারী শায়খ সালমান হালিফাভী, মিশরের প্রখ্যাত ক্বারী শায়খ আব্দুল নাসের হারক, শায়খ র’ফাত হোসাইন, আফগানিস্তানের আব্দুল কাবীর হায়দারী, তানজানিয়ার ক্বারী শায়খ রেজা আইয়ুব, পাকিস্তানের ক্বারী শায়খ ইবরাহীম কাসী, ক্বারী শায়খ আনয়ারুল হাসান শাহ, দারুল উলুম দেওবন্দ, ভারতের ক্বারী আবদুর রউফ, ক্বারী মুহাম্মদ আলী খান, ক্বারী শায়খ তৈয়ব জামাল, ইরানের ক্বারী শায়খ হামেদ শাকের। এছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক মানের ১৩ জন কৃতি ক্বারী এতে পবিত্র কুরআন তিলাওয়াত করবেন।
এ উপলক্ষে গতকাল বিকালে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার ক্বিরাত বিভাগের প্রধান মাওলানা ক্বারী জহিরুল হক।
ক্বেরাত মাহফিল সংস্থার জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, নুরুল হক নূর, সাধারণ সম্পাদক ক্বারী সাইফুল্লাহ, হাফেজ মাওলানা তোফাইল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ রিদওয়ানুল কবীর। সংবাদকর্মীদের পক্ষ থেকে মতামত জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, গোলাম আজম খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ