বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও নায়েবে আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা কাফেরের জন্য জান্নাত। পক্ষান্তরে পরকাল মুমিনের জন্য বেহেশত কাফেরদের জন্য কয়েদখানা। দুনিয়ায় যারা জেলখানার কয়েদীর মতো আল্লাহকে ভয় করে জীবনযাপন করে তাদের জন্য নির্ধারিত রয়েছে জান্নাত। তিনি বলেন, ইসলাম মানুষকে একটি পরিপূর্ণ জীবন বিধান উপহার দিয়েছে। যতদিন পর্যন্ত ইসলামী বিধান জমিনে কায়েম না হবে ততদিন পর্যন্ত মানুষের মুক্তি, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে না। তিনি গত শনিবার রাতে নরসিংদী শহরের কামাল উদ্দিন পৌর ঈদগায় আয়োজিত এক বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। নরসিংদীর নবাব বাড়ী রেইসা আজিজিয়া কারিমিয়া ক্বাওমিয়া মাদ্রাসা আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ালিউর রহমান রতন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মাওলানা মুজিবুর রহমান তালেশ^রী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।