Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের রাজশাহী সফর

রাসিকের ইপিআই কার্যক্রম পর্যবেক্ষণ

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের ইপিআই কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধিদল রাজশাহী সফর করছেন। প্রতিনিধিদলটি গতকাল সকালে সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে তার দপ্তর কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় মেয়র তাঁদের ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। মেয়র বলেন, সকল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কার্যক্রম পর্যালোচনার লক্ষে একটি সমন্বয় সভা আহবানের জন্য প্রতিনিধিদলকে অনুরোধ করেন। এ সময় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম রাজশাহী সিটি কর্পোরেশনের ইপিআই কার্যক্রম তুলে ধরেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদা আলী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইপিআই কার্যক্রম অবহিত করেন।
প্রতিনিধি দলে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জাকির হাসান, উদ্ধর্তন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আলম শরীফ খান, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা অঞ্চল-১ ডাঃ আজিজুন নেছা, সার্ভেলেন্স এন্ড ইমোনাইজেশন মেডিক্যাল অফিসার ডঐঙ ডাঃ মোঃ নূরুল ইসলাম।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টিটো, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বেলাল আহম্মেদ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, মাননীয় মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে ক্রেস্ট প্রদান করেন। মেয়রও তাঁদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ