Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি হিসেবে পুনঃনিয়োগ পেলেন সালেহ উদ্দিন

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

সিলেট অফিস : মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সুপারিশক্রমে এবং প্রেসিডেন্ট ও আচার্য (চ্যান্সেলর) এর সম্মতিক্রমে অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনকে দ্বিতীয় মেয়াদে আগামী চার বছরের জন্য এ পুনঃনিয়োগ দেয়া হয়েছে। গতকাল রোববার মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। অধ্যাপক সালেহ উদ্দিন ১৯৫২ সালের ৩০ জুন হবিগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতেন থাইল্যান্ডের থামাসাট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন ১৯৭৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। তিনি দুই মেয়াদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ২০১৩ সালের ২৫ ফেব্রæয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতার পাশাপাশি তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র এবং প্রকাশনাও রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ