বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নাগরিকদের সেবা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনায় রাজস্ব আদায় ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই। বাস্তবতাকে অনুধাবন করে নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধের আহŸান জানিয়ে মেয়র বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমুন্নত পৌরকর প্রদানের পরিবেশ সৃষ্টি করতে চাই। গতকাল (রোববার) কেবি আবদুচ ছাত্তার মিলনায়তনে ১৯টি মন্ত্রণালয়ের অধীনস্থ ৫৭টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে বৈঠককালে সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন। মেয়র বলেন, দায়িত্ব পালন করতে গেলে নানামুখি চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। এ নগরী সকলের আমরা সবাই দায়িত্ব নিয়ে সহযোগী হলে চট্টগ্রামের বাস্তব চিত্র পরিবর্তন করা সম্ভব হবে এবং চট্টগ্রামকে নান্দনিক ও বিশ্বমানের নগরে পরিণত করা সম্ভব হবে। মেয়র নাছির বলেন, নাগরিক সেবার স্বার্থে এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সিটি কর্পোরেশন রাজস্ব আদায়ে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।
বৈঠকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন আহমেদ, অধ্যক্ষ ডা. সেলিম জাহাঙ্গীর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সরাষ্ট্র মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে টিচার্স ট্রেনিং কলেজের বকেয়া পৌরকর বাবদ প্রায় ১৩ লাখ টাকার চেক মেয়রের নিকট হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।