Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত

ল²ীপুর প্রেসক্লাব নির্বাচন

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক গত ২৩ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা ও ৫ জানুয়ারির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ হেলাল।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ল²ীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলামকে চিঠি দেওয়া হয়। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ল²ীপুর জেলা নির্বাচন কার্যালয়ে ল²ীপুরের কর্মরত সাংবাদিকরা এ চিঠি দেন। কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তা প্রশিক্ষণে থাকায় তার পক্ষে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাসির উদ্দিন পাটওয়ারী চিঠিটি গ্রহণ করেন।
পরে সাংবাদিকরা ওই চিঠির অনুলিপি ল²ীপুর-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ল²ীপুরের নিকট প্রদান করেন। এসময় ল²ীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ